Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ‘কবিতায় বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের উদ্যোগে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘কবিতায় বিজয় উৎসব–২০২৫’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার বেলা ১১টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক শাহীন চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পাহাড়ের শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

 

 

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ মির্জা ,সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি প্রেসক্লাব এইচ এম প্রফুল্ল, কবি ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ, কবি ও সাংবাদিক আ.বা.ম ছালাউদ্দিন।

 

 

কবি কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে পাহাড়ি-বাঙালি সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় নৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।

 

 

আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান পাহাড়ের ঐক্য, মানবিকতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button