খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
পাহাড় ডিঙ্গিয়ে উঠব মোরা,শিক্ষার মশাল জ্বেলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা
শনিবার (২৫ অক্টোবর) সকালে ভাইবোনছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখা ও সচেতন ত্রিপুরা নাগরিক সমাজের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম।
সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদের উপ-আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আব্দুল্লাহ, ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, “স্বপ্ন দেখতে হবে, স্বপ্নপূরণের জন্য লড়তে হবে। মেয়েরা সুযোগ পেলে যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে— এজন্য শিক্ষার বিকল্প নেই।”
উৎসব মুখর এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে। আয়োজকরা জানান, এ সংবর্ধনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।




