খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় ১৫ কেন্দ্রে ৮ হাজার ১৪৪ শিক্ষার্থীর ভবিষ্যতের লড়াই
অনুপস্থিত ১১১ জন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
ভোরের আলো ফুটতেই খাগড়াছড়িতে উৎসবের আমেজ,তবে উৎসব নয়, এটি স্বপ্ন পূরণের যুদ্ধ। শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৫, যেখানে অংশ নিচ্ছেন ৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম দিনেই ১১১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ৮ হাজার ৩৩ জন পরীক্ষার্থী।
২৬ জুন ২০২৫ ,বৃহস্পতিবার সকালটা খাগড়াছড়ি শহরে যেন একটু অন্যরকম। প্রতিটি রাস্তায় শিক্ষার্থীদের গতি, অভিভাবকদের চিন্তিত মুখ, আর পরীক্ষাকেন্দ্রগুলোতে টানটান উত্তেজনা সব মিলিয়ে শহরজুড়ে এক ভিন্ন আবহ।
এবার খাগড়াছড়িতে সাধারণ এইচএসসি ১০টি কেন্দ্রে ৭,১৫৯ জন শিক্ষার্থী, এইচএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে ৮৬৪ জন এবং আলিম ১টি কেন্দ্রে ১২১ জনসহ ১৫টি কেন্দ্রে মোট ৮হাজার ১৪৪জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলে ৮হাজার ৩৩জন অংশ নিয়েছেন,বাকি ১১১জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষার প্রথমদিনে কোন কেন্দ্রে বহিষ্কারের তথ্য নেই।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব প্রফেসর পুলক বরণ চাকমা বলেন,“আমরা প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা নিশ্চিত করেছি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নজরদারি। পরীক্ষা শুরুর পর কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক জানান,“সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবেই চলছে।”
প্রথম দিনের পরীক্ষার পর শিক্ষার্থীদের মুখে প্রশান্তি নিয়ে একজন শিক্ষার্থী বলেন,“ভীষণ নার্ভাস ছিলাম, কিন্তু প্রথম পরীক্ষাটা ভালোই হয়েছে। এখন আশাবাদী, সামনে আরও ভালো করবো।”
শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের সকলেই চাইছেন—এই ৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থীদের মধ্য থেকে ৮হাজার ৩৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের উঠে আসুক আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক। পরীক্ষা নয়, এটি যেন স্বপ্ন পূরণের প্রথম ধাপ।আর এই স্বপ্নের গল্পে পুরো খাগড়াছড়ি আজ একসূত্রে গাঁথা।