Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে আশা’র আশা’র সদস্যদের নিরাপদ ফল উৎপাদন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আশা’র সদস্যদের নিরাপদ ফল উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিন প্রশিক্ষণটি উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশা’র সিনিয়র এগ্রি অফিসার(মাশরুম) খায়রুল বাসার টিপু।

 

এ প্রশিক্ষণে মাঠ পর্যায়ে আশা’র কৃষি কার্যক্রম ও প্রশিক্ষণের উদ্দেশ্য,নিরাপদ ফল পরিচিতি ও উৎপাদন কলা-কৌশল। ফল উৎপাদন ও ব্যবস্থাপনার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি নিরসনে সতর্কতামূলক ব্যবস্থা। ফল চাষে নতুন প্রযুক্তির সম্পর্কে ধারণা,রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা, উৎপাদিত ফল বাজারজাতকরণে সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনা মার্কেট লিংকেজ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়।

এ সময় কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা তুষার কান্তি চাকমা,আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবীর হোসেন,ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button