খাগড়াছড়িতে আর্যশ্রাবক বনভান্তের নামে ” বনভান্তে ধম্মা হল” উৎসর্গ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে দেশ ও বিশ্বশান্তি তথা সকল প্রাণির হিতসুখ মঙ্গল কামনায় প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু বন ভান্তের নামে ” বনভান্তে ধম্মা হল” উৎসর্গ অনুষ্ঠান করা হয়েছে।
খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের বড়নাল গ্রামে শুক্রবার দিন ব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে সকালে পঞ্চশীল গ্রহনের মধ্যেদিয়ে “বনভান্তে ধম্মাহল উৎসর্গ, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিক্কার, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও স্বধর্ম শ্রবনসহ নানা বিধ দান করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অনুষ্ঠানের সংঘ প্রধান বৌধিপাল মহাস্থবির ভান্তে।
এছাড়াও ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে, ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কুঠিরের বিহারাধ্যাক্ষ বিমলানন্দ মহাস্থবির ভান্তে।
এ সময় গরগয্যাছড়ি ক্ষান্তিপুর বনবিহারের বিহারধ্যাক্ষ আর্যবোধি মহাস্থবির ভান্তে, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরে বিহারধ্যাক্ষ জ্ঞান আনন্দ স্থবির ভান্তে, সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ৪৪ জন বৌদ্ধ ভিক্ষু ও ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ির বিভিন্ন এলাকার দেড় হাজারের অধিক বৌদ্ধ নর-নারী অংশ গ্রহন করেন।