Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
রাষ্ট্রের মূলধারার তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের বর্ণার্ঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।

 

২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

 

জেলা প্রশাসক বলেন,সকল ক্ষেত্রে তথ্যের অবাধ প্রবাহ,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যেকোন ধরনের তথ্য পাওয়ার সাথে সাথে যাচাই-বাছাই না করে শেয়ার না করে,যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর শেয়ার করতে হবে। ভুল তথ্য বাগুজবে কান না দিয়ে সঠিক তথ্য জেনে যেকোন বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আহ্বান জানান।

 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার, দীপক কুমার শীল,সহকারী জেলা কমান্ড্যান্ট রাকিবুল হক চৌধুরী,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা,খাগড়াছড়ি সনাকের সভাপতি অংসুই প্রু মারমা,টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান সহ আরও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button