Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ ফেব্রুয়ারি ২০২৫ ,মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলার টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে সমাবেশের শুভ সূচনা করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ৷

 

পরে টাউন হল অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ মহা-পরিচালক ড. মো. সাইফুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান বলেন, দেশের যে কোনো সংকট কালে আনসার বাহিনী স্ব-স্ব অবস্থান থেকে কাজ করেছে। আনসার বাহিনীর সদস্যদের আত্মত্যাগ দেশকে সম্মানিত করেছে।  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন, তখনও থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সব সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সব সক্ষমতা সমুন্নত রেখেছে। তাই এ বিভাগের সব সদস্যকে সততা, দক্ষতা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান।

 

সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

 

এ সময় খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম,পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, মানিকছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. সাজেদুর রহমান,সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আম্মার হোসেন, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী সহ বাংলাদেশ আনসার ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button