খাগড়াছড়িতে অপহৃত ব্যবসায়ীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক অপহৃত ব্যবসায়ী রাসেলের মুক্তি ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবারের লোকজন ও এলাকাবাসী।
১৫ নভেম্বর ২০২৩ ,বুধবার সকালে উপজাতি সন্ত্রাসী কর্তৃক অপহৃত রাসেলের উদ্ধার ও মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কমিশনার মোঃ আব্দুল মজিদ, নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ ,খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব মোঃ মাসুম রানা, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ গত ০৯ নভেম্বর ২০২৩ ইং গাছ ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রাসেলকে অপহরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যে আজ ০৬ দিন হলো কিন্তু প্রশাসন এখন পর্যন্ত রাসেল অপহরণ হওয়ার কোন সন্ধান বের করতে পারে নি। রাসেল চাঁদা দিতে না পারায় তাকে অপহরণ করা হয় এবং গত দুইদিন আগে তার ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল পরিত্যক্ত অবস্থায় আট মাইল নামক স্থানে দেখতে পাওয়া যায় বলে উল্লেখ করে। রাসেলকে যারা অপহরণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানায়। এছাড়াও রাসেলকে অক্ষত অবস্থায় ৪৮ ঘন্টার মধ্যে ফেরত না দিলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলতে থাকবে এবং সকল ব্যবসায়ীদের দোকান পাট বন্ধ করে রাস্তায় নামার জন্য আহ্বান জানায়।
অপহৃত শফিকুল ইসলাম রাসেলের পিতা মোঃ বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন জানান,অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর থানায় জিডি করা হলেও দৃশ্যমান কোন অগ্রগতি ছিলনা। খাগড়াছড়ি থানা কর্তৃক তিন পরে তার পরিবারকে জানানো হয় ,আট মাইল এলাকা সদর থানার আওতাভুক্ত নয়,আপনারা দিঘীনালা থানায় যোগাযোগ করেন। পরে আবার দিঘীনালা থানায় জিডি করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অপহৃত শফিকুল ইসলাম রাসেলের পিতা মোঃ বাচ্চু মিয়া , পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ , সাবেক কাউন্সিলর মাসুদ রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য , গত ৯ নভেম্বর ২০২৩ ইং আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় শফিকুল ইসলাম রাসেল ‘কে ২ জন উপজাতি সন্ত্রাসীরা সু কৌশলে বাগান দেখানোর কথা বলে দিঘীনালা আট মাইল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তি পনের দর কষাকষি করে একপর্যায় বিকাশ ও নগদ নম্বরে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা পাঠান তার পরিবার। পেমেন্ট পেয়ে কথা দিয়েছিল খাগড়াছড়ি আলুটিলা এলাকায় রাসেল কে বুঝিয়ে দিবেন। যা প্রসাশনকে জানানো হয়েছে। উপজাতীয় সন্ত্রাসীদের কে টাকা পেমেন্ট করেও রাসেল কে ফেরত না পেয়ে তার পরিবার ও আত্মীয়-স্বজন শঙ্কিত।