Breakingসারাদেশ

কেরানিগঞ্জে শতবর্ষী বসতভিটা ও ধর্মীয় স্থাপনা রক্ষায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ :
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর গ্রামের শতবর্ষী বসতভিটা, মসজিদ, মন্দির ও কৃষিজমি রক্ষার দাবিতে সহস্রাধিক নারী-পুরুষ শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন।

 

 

১০ আগস্ট ২৫ রবিবার দুপুরে বাঘৈর নগর গ্রামের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা উন্নয়ন চাই, তবে তা মানবিক ও সঠিক পথে হতে হবে। জনগণের মতামত ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প যেন বাস্তবায়ন না হয়।

 

 

মানব বন্ধনে বক্তারা আরও বলেন, এই গ্রামে শত বছরের পুরনো মন্দির, মসজিদ ও শতাধিক পরিবারের বসতভিটা রয়েছে। এসব স্থাপনা ও ইতিহাস ধ্বংস করে নয়, সংরক্ষণ করেই উন্নয়ন হতে হবে।”

 

মানববন্ধনে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গ্রামের নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সহস্রাধিক মানুষ ব্যানার, ফেস্টুন ও হাতপ্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ান।

 

মানববন্ধনে ব্যবহৃত কিছু স্লোগান ছিলঃ
-ভিটা মাটি ছাড়ব না, সমাজ ছেড়ে যাব না।উন্নয়ন চাই, তবে মানবিক ও অংশগ্রহণমূলকভাবে চাই।হিন্দু-মুসলিম ভাই ভাই, রাস্তা চাই না, গ্রাম চাই।যে জাতির দল নেই, সে জাতির বল নেই।

Related Articles

Back to top button