অপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

কুতুব‌দিয়া উপকূ‌ল থে‌কে ৪ জলদস্যু আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কুতুবদিয়া ,কক্সবাজার :
সাগরে ডাকাতির প্রস্তুতিকালে কুতুব‌দিয়া উপকূল থে‌কে ৪ জলদস‌্যু আটক ক‌রে‌ছে ‌কোস্ট গার্ড।

 

২৫ মার্চ ২০২৪, সোমবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

 

কোস্টগার্ড সুত্রে জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহল দল ডাকাতির প্রস্তু‌তির খবর পেয়ে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও বিসিজি স্টেশন কুতুবদিয়া একত্রে বড়ঘোপ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় রাত ৪টার দি‌কে সন্দেহ জনক একটি বোটে অভিযান পরিচালনা করে।

 

এ সময় বোটটি তল্লাশী করে ১ টি দেশীয় অস্ত্র (পিস্তল), ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি হাতুড়ি, ১টি সাবল, ১টি হুক, ৫ টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করে।

 

ওই সময় চট্টগ্রামের বাঁশখালী এলাকার মোঃ ইকবাল হোসেন (২০) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মোঃ নয়ন (১৮), মোঃ হেফাজ (২৩), মোঃ আশেক (১৬) ৪ ডাকাত সদস্য আটক করা হয়।

 

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় মামলা সহ হস্তান্তর ক‌রেন ক‌ন্টি‌জেন্ট কমান্ডার ম‌হিউ‌দ্দিন।

 

কুতুবদিয়া থানার ও‌সি (তদন্ত) কানন সরকার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ জলদস্যুকে থানায় আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আটককৃত জলদস্যুদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Back to top button