Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

কালবৈশাখী উড়িয়ে নিল প্রাথমিক বিদ্যালয়ের চাল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি  :
জেলার পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের চাল উড়িয়ে নিয়েছে কাল বৈশাখীর তান্ডবে।

 

২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ২৭ এপ্রিল দিবাগত রাতের কাল বৈশাখীর তান্ডবে বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষের চাল উড়িয়ে মাঠে পরে আছে। খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাব্রেচাই মারমা। তিনি জানান, বিদ্যালয়ে ৫ শ্রেনীতে একশোর উপরে ছাত্র ছাত্রী আছে। পাকা ভবনে তিনটি কক্ষ। তারমধ্যে একটি অফিস রুম,বাকি দুটো শ্রেণীকক্ষ। টিনশেড ঘরেও শ্রেনী কার্যক্রম চলে। রবিবার শ্রেনীর পাঠ দান ব্যহত হওয়ার আশংকায় চিন্তায় আছেন বিদ্যালয়ের শিক্ষক গন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরৎ চন্দ্র চাকমা জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে দ্রুত পাঠদান সহজ হবে। না হয় খোলা মাঠে ক্লাশ চালাতে হবে।

 

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বলেন, প্রাথমিক শিক্ষা অফিসকে দ্রুত সরজমিন তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। শিক্ষা কার্যক্রম ব্যহত হতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ছাউনির ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button