কমলছড়িতে পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ডেক্স নিউজ :
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে পাহাড়িদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি টিউফা স্কুল সড়ক সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে স্বনির্ভর বাজারের ইউপিডিএফ কার্যালয় সংলগ্ন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা “পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ কর”, “পাহাড়িদের ওপর হামলা বন্ধ কর”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকালে কমলছড়ির হেডম্যান পাড়া এলাকায় ভূমি বেদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পাহাড়িদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন পাহাড়ি গুরুতর আহত হন। আহতদের মধ্যে বিমল ত্রিপুরা আশঙ্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বক্তারা বলেন, এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের জায়গা-জমি জবরদখলের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। ভূমি বিরোধের নামে পাহাড়িদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আহতদের সুচিকিৎসা প্রদান এবং পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) কমলছড়ি ইউনিয়নের খালপাড় এলাকায় বিরোধপূর্ণ জমির মালিকানাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থৈলাঅং চৌধুরী, মিলন চাকমা, বিমল ত্রিপুরা ও আবুল বশির আহত হয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হন।
এলাকাবাসী জানান, বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষের মধ্যে বিরোধপূর্ণ জমির বিষয়ে কেন্দ্রীয়ভাবে জরিপ পরিচালনার মাধ্যমে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।




