Breakingসারাদেশ

কবিরহাটে ৮’শত মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ,নোয়াখালী :
নোয়াখালীর কবিরহাটে একটি কাঁচা সড়কে ২০ হাজার মানুষের দুভোর্গ, পাকাকরণের দাবিতে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী।

 

২৫ জানুয়ারী ২০২৪ ,বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শুল্কামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

 

বক্তারা বলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের শুল্কামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কের প্রায় ৮’শ মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি। এ সড়কে স্কুল, মাদরাসার ছাত্রছাত্রী চলাফেরায় অনেক অসুবিধা হয়। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘব হবে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য কাজী সাহাব উদ্দিন মেম্বার, মো.নাছের, চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী পেয়ারু, মো.আফাজ উদ্দিন খোকন বিএসসি, চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন বিল্পব প্রমূখ।

Related Articles

Back to top button