Breakingরাজনীতিসারাদেশ

কবিরহাটে বিএনপির ৬৩ নেতাকর্মির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৪

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কবিরহাট ,নোয়াখালী :
বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মির বিরুদ্ধে মামলা হয়েছে।

৬ নভেম্বর ২০২৩ সোমবার বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় পুলিশ এজহার নামীয় ৪ আসামি কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভা বিএনপির যুগ্মআহ্বায়ক রেদোয়ানের রহমান শামীম,পৌরসভা বিএনপির যুগ্মআহ্বায়ক দেলোয়ার হোসেন,ঘোষবাগ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ও উপজেলা জমাতের সহসভাপতি কাজী বোরহান উদ্দিন।

 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে অবরোধের প্রথম দিনে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোপালের পোল এলাকার কলিম উদ্দিন টু ছমির মুন্সি সড়কে পিকেটিংয়ের সময় পুলিশের সাথে বিএনপি-জামাতের নেতাকর্মিদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে অবরোধের সমর্থকরা সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। পরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো.মমিন মিয়া বাদী হয়ে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জর সহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

কবিরহাট পৌরসভার আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর বলেন ,সরকার গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী নয়,তাই ১৪ ও ১৮ সালের ভোটারবিহীন নির্বাচন ও মধ্য রাতের নির্বাচনের মত আরেকটা নির্বাচন করার ষড়যন্ত্রের অংশ হিসাবে মিথ্যা মামলা ও হামলা করে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে জিম্মি করে ভুয়া,এক তরফা নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায়,কিন্তু বাংলার জনগণ কোন ভাবেই আ’লীগ কে আর এক তরফা নির্বাচনের সেই সুযোগ দিবে না।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদ্দীন মওদুদ অভিযোগ করে বলেন, পুলিশ কবিরহাট বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছেন। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের মামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

অপরদিকে, বিএনপি সহ বিরোধীদল গুলোর ডাকে দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে কবিরহাটে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button