Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

কচুছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক

প্রতিনিধি ,খাগড়াছড়ি: 
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, ৩ বিজিবি’র আওতাধীন সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে রবিবার ভোরে নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

 

আটককৃত মালামালের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল তৈল, সেনসুডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারার ওষুধ এবং ডারবিন ক্রিমসহ নানা ধরনের ভোগ্যপণ্য।

 

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

 

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button