Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিশীর্ষ সংবাদসারাদেশ

কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম‍্যান স্বতন্ত্র প্রার্থী শাহিনুল হক মার্শাল

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার ,কক্সবাজার :
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহীনুল হক মার্শাল বিজয়ী হয়েছে। তিনি আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৭৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৭৫ ভোট।

কক্সবাজার জেলা ইটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কক্সবাজার জেলার ৯টি কেন্দ্রে ১৮ টি বুথে ভোট গ্রহণ করা হয়।  কেন্দ্রে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেন, দল থেকে মনোনয়ন চাইলেও দেওয়া হয়নি। মানুষ এর ভালবাসা নিয়ে বিজয়ী হয়েছেন। এই বিজয় প্রয়াত পিতা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কেএম মোজাম্মেল হক এর প্রতি উৎসর্গ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button