Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই/৩৬ ছাত্র আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল করে তারা।
ইব্রাহিম খলিল, সোলাইমান হোসেন, রেদওয়ানুল হক, আকবর হোসন পরাণ, মো. আমিনের নেতৃত্বে রাত ১২টায় পানছড়ি জিয়া স্কোয়ার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা প্রদক্ষিণ শেষে পুনরায় জিয়া স্কোয়ারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার প্রত্যেক মসজিদে দোয়ার আয়োজন ও বাদ জুমা পুনরায় শোক মিছিলে সকলের অংশ গ্রহনের জন্য আহবান করা হয়।




