Breakingসারাদেশ

ওসমান হাদির গায়েবানা জানাযা ও শোক মিছিল

মীরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি :
মীরসরাইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর চট্টগ্রাম-১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের আয়োজনে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ডেপুটি এ্যার্টনি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন। এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংক্ষিপ্ত আলোচনায় এডভোকেট সাইফুর রহমান বলেন, ‘শোককে শক্তিতে রুপান্তর করার জন্য আমাদের এই আয়োজন। এই ন্যাক্কারজনক হত্যাকান্ডের বিরুদ্ধে আমরা ইস্পাত প্রাচীর ঐক্যবদ্ধ এটা প্রমাণ করে দিতে চাই। ওসমান হাদীর উত্তর সূরীরা ইস্পাত প্রাচীর কঠিন সংকল্প নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য এখনও বেঁচে রয়েছে। বাংলাদেশ বিরোধী চক্রের কাছে জানিয়ে দিতে চাই আমাদের হত্যা করে বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন ব্যর্থ করা যাবে না। আমাদের ভাই ওসমান হাদী শাহাদাত বরণ করেছেন, আমরা যারা বেঁচে আছি পুরো দায়িত্বটা এখন আমাদের উপরে। আগামীর নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আমরা এই হত্যাকান্ডের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ।’

 

গায়েবানা জানাযা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরে একটি শোক মিছিল বের করা হয়েছে।

Related Articles

Back to top button