Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ওয়াই-মুভস প্রকল্পের সমাপনী ও পরবর্তী করণীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে ওয়াই-মুভস প্রকল্পের সমাপনী ও পরবর্তী করণীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ নভেম্বর  সোমবার দুপুরে খাগড়াছড়ি সদরের মিরনপুরস্থ হোটেল গাইরিং হর রুমে এ মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

 

সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা।

 

এ সময় আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতি’র ওয়াই-মুভস প্রকল্পের প্রকপ্রকল্পের প্রজেক্ট অফিসার দোলন দাশ’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, জেলা এনসিটিএফ’র সভাপতি নূর ইসরাত জাহান,সাংবাদিক প্রতিনিধি,কার্বারী ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন এনসিটিএফ’র সভাপতি (সাবেক) জবা ত্রিপুরা সহ অন্যান্যরা।

 

আলোচনা সভায় প্রকল্পের মাধ্যমে শিশু ও কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা,কাজের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে যে সকল সুযোগ-সুবিধা পাওয়া গেছে তার জন্য প্রকল্পের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও কার্যক্রমের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো: ওয়ালী উল্লাহ,শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শারমিন হায়দার চৌধুরী,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সোহাগ ময় চাকমা প্রমূখ। এছাড়াও জাবারাং কল্যাণ সমিতি’  সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button