ওকাব শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর ,মুন্সিগঞ্জ :
মুন্সিগঞ্জ শ্রীনগরে ওপেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ওকাব) শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পযন্ত সিজুয়ে কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল, এম,এফ,হক টিউটোরিয়াল ও আল ইহসান গার্লস স্কুলে পরিক্ষা অনুষ্ঠিত হয়। ৪৪টি কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে ২৩ স্কুলের, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পযন্ত মোট পরিক্ষার্থী ৫৫৯ জন অংশ গ্রহণ করেন।দুটি কোটায় বৃত্তি প্রদান করা হয়।মেধা কোটায় ও সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হয়।
উপজেলার ১৪টা ইউনিয়নে নির্বাচিত কেন্দ্রসমূহে সিজুয়ে কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল কেন্দ্রে পরিক্ষার্থী ১৭৯জন, এম,এফ,হক টিউটোরিয়াল কেন্দ্রে পরিক্ষার্থী ২২৬জন,আল ইহসান গার্লস স্কুল কেন্দ্রে পরিক্ষার্থী ১৫৪জন এই তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।ওকাব এর সভাপতি আব্দুল লতিফ বলেন,২০০৬ সাল থেকে মেধাবৃত্তির আয়োজন করে আসছি, একবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পড়াশোনার ধারবাহিকতা রক্ষা ও বার্ষিক সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি সুবিধা ভোগ করে থাকে।