এনসিপি-র আগামীকাল খাগড়াছড়িতে পদযাত্রা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
“দেশ গড়তে জুলাই পদযাত্রা” এর অংশ হিসেবে আগামীকাল সোমবার পার্বত্য জেলা খাগড়াছড়িতে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ উপলক্ষে ২০ জুলাই ২০২৫, রবিবার সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে এক প্রস্তুতি মূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে জানানো হয় আগামী কাল ২১ জুলাই সোমবার, দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) রাজনৈতিক কর্মসূচি “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।
এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জুলাই বিপ্লবের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর নেতৃত্বে আরো উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গণবিপ্লবের রূপরেখার কারিগর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দলটির দক্ষিণ অঞ্চল (জুলাই বিপ্লবের বলিষ্ঠ কণ্ঠস্বর ও রাজপথের সাহসী যোদ্ধা) মুখ্য সংগঠক, হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের গর্ব ও তারুণ্যের সৈনিক, মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম যারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) ও খাগড়াছড়ির কৃতি সন্তান এডভোকেট মনজিলা ঝুমা।
এই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মানিকছড়ি উপজেলার নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন স্থান থেকে রিসিভ করা হবে। সেখান থেকে তাঁরা মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা হয়ে প্রবেশ করবেন খাগড়াছড়ি জেলা সদরে।
খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার থেকে শুরু হবে পদযাত্রা। যাত্রাপথে পরবর্তী গন্তব্য হবে শাপলা চত্ত্বর-কোর্ট বিল্ডিং-খাগড়াছড়ি বাজার-কেন্দ্রীয় জামে মসজিদ গেইট হয়ে সেখান থেকে মুক্তমঞ্চে গিয়ে পদযাত্রা শেষ হবে। যেখানে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।
এই সমাবেশে হাজারো ছাত্র, তরুণ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দল রামগড়-বারইয়ারহাট হয়ে ফেনী জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
সাধারণ জনগণের উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ, ছাত্র, যুবক এবং রাজনৈতিক সচেতন নাগরিকদের প্রতি আহবান জানানো হচ্ছে দল-মত নির্বিশেষে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিতে অংশগ্রহণ করে একে সফল করে তুলুন। আসুন, আমরা একসঙ্গে এগিয়ে যাই একটি নতুন, ন্যায্য ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে।
সংবাদ সম্মেলনে মো: হারিচুর রহমান (রনি) কেন্দ্রীয় সংগঠক, যুবশক্তি, এনসিপি, বিপ্লব ত্রিপুরা সংগঠক, খাগড়াছড়ে জেলা, শাহ নেওয়াজ, আকলিমা আক্তার ও সংগঠক সুবোধ চাকমা উপস্থিত ছিলেন।