এনসিপির প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মনজিলা সুলতানা ঝুমা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনজিলা সুলতানা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
দলীয় সূত্রে জানা যায়, দেশের ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করার অংশ হিসেবে তাকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।
সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে এর আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানান। এ বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে মনজিলা সুলতানা ঝুমা লিখেছেন, “আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে বিশ্বাস করি—তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল।”
তার ঘোষণার পর খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির প্রার্থিতা ও দলীয় অবস্থান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।




