Breakingজাতীয়সারাদেশ

এনসিপি,জাসদ,সিপিবি,বাসদ ও বাসদ মার্কসবাদী জুলাই সনদে স্বাক্ষর করেনি

ঢাকা :
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

 

সম্প্রতি “জুলাই সনদ” নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। দেখা গেছে, যাদের নাম বা প্রতিষ্ঠান এই সনদের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তারা নিজেরা কিন্তু সেই সনদে স্বাক্ষরই করেননি। অথচ তারাই এখন সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন মাধ্যমে সনদটির পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

এ নিয়ে সাধারণ অংশগ্রহণকারীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, “যারা স্বাক্ষর না করেই মাতামাতি করছে, তারা আসলে জনপ্রিয়তা পাওয়ার জন্যই এমনটা করছে।” আবার অন্য অংশের দাবি, “জুলাই সনদ একটি ঐক্যের প্রতীক, স্বাক্ষর না করলেও এর পক্ষে অবস্থান নেওয়া দোষের কিছু নয়।”

 

 

তবে বিশ্লেষকরা মনে করছেন, কোনো উদ্যোগ বা সনদ নিয়ে বাস্তবিকভাবে কাজ করার চেয়ে কেবল আলোচনায় থাকার প্রবণতা আমাদের সমাজে বাড়ছে। “জুলাই সনদ” বিতর্ক তারই একটি প্রতিচ্ছবি।

 

এ প্রসঙ্গে সনদ কমিটির এক সদস্য বলেন, “আমরা চাই সবাই বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে আসুক। শুধু নাম প্রচার নয়, কাজের স্বাক্ষরই হোক আসল স্বাক্ষর।”

 

বর্তমানে বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা অব্যাহত রয়েছে, এবং দেখা যাচ্ছে,সত্যিকার অবদান রাখার চেয়ে “কে কী বলল” সেটিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। চলুন এবার দেখে নেয়া যাক কোন কোন রাজনৈতিক দল স্বাক্ষর করেনি জুলাই সনদে।

 

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৫টি দল ও জোটের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল,বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাসদ (মার্কসবাদী) এই সনদে স্বাক্ষর করেনি বলে জানা গেছে।

Related Articles

Back to top button