এক টাকায় নতুন কাপড় দিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন-সিএমপি
স্টাফ রিপোর্টার ,চট্টগ্রাম :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । আর এই পূজার অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তুলতে বুধবার চট্টগ্রামের জেএম সেন হল প্রাঙ্গনে সুবিধা বঞ্চিতদের জন্য ‘ শারদ আনন্দ উৎসবের’ আয়োজন করেছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সেই আয়োজনে সহস্রাধিক গরীব মানুষ এক টাকা দিয়ে নতুন কাপড় পছন্দ করে কেনার সুযোগ পেয়েছে। শুধু কাপড় কেনা নয় সাথে ছিল তাদের আপ্যায়নের ব্যবস্থাও। মাত্র এক টাকায় নতুন কাপড় কিনতে পেরে গরীর নারী, শিশু পুরুষদের আনন্দের হাসিটি ছিল অত্যন্ত মধুর।
২৮সেপ্টেম্বর ২০২২ বুধবার সকালে নগরীর জেএমসেন হলে এই আয়োজনের উদ্বোধন করেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। তিনি বলেন, “বিদ্যানন্দ সবসময় সমাজের বঞ্চিত শ্রেণীর জন্য কাজ করে। পূজা উৎসবে পুজোর সময় যদি প্রতিটি পুজা মন্ডপ কর্তৃপক্ষ এ ধরনের মানবিক আনন্দে সামিল হওয়ার মত কাজ করতে এগিয়ে আসে তবে পুজার মুল উদ্দেশ্য সার্থক হবে।
মানবিক এই আয়োজনে সহযোগীতা করেছে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে চট্রগ্রাম ও আশেপাশের উপজেলা থেকে ফ্রি বাস সার্ভিস দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।