Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

উৎসবে আমেজে পাহাড়ে যিশু খ্রীষ্টের জন্মদিন ও বড়দিন পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে যিশু খ্রীষ্টের জন্মদিন ও বড়দিন পালিত হয়েছে। ঠাকুরছড়া ব্যাপ্টিষ্ট চার্চের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ ডিসেম্বর ২০২৪ ,বুধবার সকাল থেকে দিনব্যাপি খাগড়াছড়িতে বিভিন্ন গির্জা ও চার্চে এ বড়দিন উৎসব পালিত হয়। খাগড়াপুর ব্যাপ্টিষ্ট চার্চ, ঠাকুরছড়া ব্যাপ্টিষ্ট চার্চে বিশেষ প্রার্থনা, কেক কাটার মধ্যদিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পবিত্র বাইবেল পাঠ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় ঠাকুরছড়া ব্যাপ্টিষ্ট চার্চের পালক ইমন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

 

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন,বড়দিন মানে সৃষ্টিকর্তা ঈশ্বরের সবচেয়ে বড় পরিকল্পনা বাস্তবায়নের দিন। বড় দিন মানে মানুষের জন্য ঈশ্বরের কাছ থেকে পাওয়া নিদর্শন ও অনুগ্রহে শ্রেষ্ঠ-দিন। বড়দিন মানে আনন্দে ও উৎসবের বড় দিন। বড়দিন মানে খারাপ কাজ, মিথ্যা কথা, চালাকি, প্রতারণা, ভন্ডামি ছেড়ে ভালো পথে চলার দিন, তাই আজ বড়দিন। বড়দিন মানে পবিত্র, নিষ্পাপ, প্রেমময়, দয়াময় প্রভু যিশু খ্রিষ্টের জন্মদিন, তাই আজ বড়দিন।

 

এ সময় ঠাকুরছড়া ব্যাপ্টিষ্ট চার্চের উপদেষ্টা অমিয় কান্তি রোয়াজা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা,খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা,গৌরী মালা ত্রিপুরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button