খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ঈদ রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়– পুলিশ সুপার মুক্তা ধর

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
পুলিশ লাইন্সে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ এবং সদর থানা পরিদর্শন করেছে পুলিশ সুপার মুক্তা ধর,পিপিএম (বার)।

 

বৃহস্পতিবার(১১এপ্রিল) দিনব্যাপি বিভিন্ন জেলা পুলিশের আয়োজনে অত্র ইউনিটে কর্মরত পুলিশের সকল পদ মর্যাদার সদস্যদের সাথে জেলা পুলিশের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়,প্রীতিভোজ ও থানা পরিদর্শন করেন তিনি। এসময় পুলিশ লাইন্সে সকল পদমর্যাদার সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশেষের সৃষ্টি হয়।

 

এদিন ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, যে সব আনুষ্ঠানিক উৎসব মুসলমানদের অস্তিত্বের জানান দেয় তারমধ্যে ‘ঈদ’ অন্যতম। ইসলামে কোন অনুষ্ঠানই অযথা বা অনর্থক পালনীয় নয়। এর মধ্যে নিহিত আছে সুদূরপ্রসারী শিক্ষা। এ হিসেবে ঈদুল ফিতরে যেমন আছে আনন্দ ও ইবাদত, তেমনি আছে সু-সংঘবদ্ধতার মহান শিক্ষা এবং শান্তির বার্তা।

 

তিনি আরও বলেন, ঈদ রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়। ঈদ উৎসব সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শেখায়। চাঁদ দেখে রোজা শুরু করা ও শেষ করার মধ্য দিয়ে যেমন সময়ানুবির্ততা শেখায় তেমনি ইফতার, সেহরি ঈদগাহের নামাজ আদায়ের মধ্য দিয়েও সময়ানুবর্তিতার শিক্ষা পাওয়া যায়। এভাবে মুসলমানদের জীবনে ঈদুল ফিতর এক উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলা বোধের সম্মিলন ঘটায়।

 

শুভেচ্ছা বিনিময় পরপরেই জেলা কারাগার পরিদর্শন করা হয়। পরে জেলা পুলিশের সকল পদমর্যাদার সহকর্মীদের নিয়ে এক সাথে বসে প্রীতিভোজে অংশগ্রহন করেন তিনি।

 

প্রীতিভোজ শেষে খাগড়াছড়ি সদর থানা পরিদর্শন করেন । সদর থানার সকল পদমর্যাদার পুলিশ সদস্যের সাথে ঈদের শুভেচ্ছ বিনিময় করেন তিনি।

 

এ সময় ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলমসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button