পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

ইস্টার সানডে কেক উপহার দিল সেনাবাহিনী

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান  :
বান্দরবানে থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তে অবস্থানরত ৫ গ্রামের বাসিন্দাদের খ্রীষ্টান ধর্মের বড় উৎসব ইস্টার সানডে উৎসবটি জাক জমক ভাবে পালনের জন্য বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি গীর্জায় কেক উপহার দিয়েছেন।

 

৩১ মার্চ ২০২৪ , রবিবার দুপুরে দুই উপজেলার সীমান্তবর্তী প্রাতা বম পাড়া গীর্জা প্রাঙ্গনে (দুই পাউন্ড ওজনের প্রতিটি কেক) ৫ গ্রাম্য প্রধানদের হাতে তুলে দেন বাকলাই সেনা ক্যাম্পের আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন।

 

গ্রাম গুলি মধ্যে রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাসিরাম ত্রিপুরা,বাকলাই বম পাড়া, থানচি উপজেলা সদর ইউনিয়নের প্রাতা বম পাড়া, থাংদয় বম পাড়া, সিংত্লাংপি বম পাড়া।

 

কেক উপহার পেয়ে বাকলাই বম পাড়ার প্রধান রোয়ালরেম বম বলেন, গত বছরে দীর্ঘ ৯ মাস গ্রাম ছেড়ে বিভিন্ন স্থানের যাযাবর অবস্থায় ছিলাম। ফিড়ে এসে আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়াই সেনা বাহিনীর সহযোগীতা পেয়ে আমরা খুবই খুশি।

প্রাতা বম পাড়ার প্রধান রনি বম বলেন, সেনা বাহিনীর দেয়ার কেক আমাদের পাড়ার সকল সদস্যদের নিয়ে ইস্টার সানডে পালন করবো। আমরা সেনা বাহিনীর সহায়তায় সুরক্ষিত রয়েছি।

 

সিংত্লাংপি পাড়ার প্রধান লালমোহন বম বলেন,প্রতি বছর আমরা ইস্টার সানডে কেক কাটা মধ্য দিয়ে পালন করা হতো। কিন্তু চলতি বছরে অর্থনৈতি অসুবিধা কারনে নিরাশা দিন যাপন করেছিলাম। কিন্তু আমাদের নিরাশা একটি আশা স্বপ্ন দেখিয়েছে সেনাবাহিনী। সুতারাং তাদের অভিনন্দন ও আন্তরিকভাবে আর্শীবাদ করি।

Related Articles

Back to top button