Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ইন্দ্রসিংপাড়ায় মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক বিতরণ করেছে করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষীছড়ি উপজেলার ইন্দ্রসিংপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

লক্ষীছড়ি জোন সূত্রে জানা গেছে, শীতকালীন দুর্ভোগ লাঘব, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত সহায়তা প্রদানের লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচি (HDP) বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষের মাঝে মোট ২০০টি কম্বল বিতরণ করা হয়, যা স্থানীয় দরিদ্র জনগণের জন্য স্বস্তি বয়ে আনে।

 

 

এছাড়া স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে ৩৩৫ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এসময় প্রায় ৪৫,৫৬৭ টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়, যা বহুদিন ধরে চিকিৎসা সংকটে থাকা পাহাড়ি জনগোষ্ঠীর জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাক্ষেত্রকেও গুরুত্ব দিয়েছে সেনাবাহিনী। কর্মসূচির আওতায় ১২৪ জন স্কুলগামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়, যা দুর্গম এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

 

শীতবস্ত্র, চিকিৎসা ও শিক্ষাসামগ্রী পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং রাষ্ট্রের প্রতি আস্থা আরও বৃদ্ধি করছে।

 

 

লক্ষীছড়ি জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়—সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Related Articles

Back to top button