Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

আলীকদমে সেনা অভিযানে অবৈধভাবে কাটা গাছ জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম, বান্দরবান :
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর (৩১ বীর) আলীকদম সেনা জোনের অভিযানে মাতামুহুরী রিজার্ভ বাগান সংলগ্ন গয়ামঝিরি এলাকায় থেকে সেগুন গাছ জব্দ করেছে ।

 

১০ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার নয়াপাড়া ইউনিয়নের গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়া এলাকা থেকে আলীকদম সেনাজোনের ক্যাপ্টেন মাজহার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে স্তুপকৃত ৯ শত ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনাকারী ক্যাপ্টেন মাজহার জানান , জব্দকৃত কাঠের মালিকের কোন পরিচয় পাওয়া যায়নি। কাঠ গুলো বন বিভাগ কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ব্যতীত বিভিন্ন পাহাড়ী এলাকা হতে কর্তন করে স্তূপ করে রাখা ছিল এবং গাছ কর্তন কার্যক্রম চলমান ছিল। জোন সদরের প্রয়োজনীয় কার্যক্রম শেষে বন বিভাগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আলীকদম মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কাশেম সত্যতা নিশ্চিত করে বলেন, সেনা অভিযানে অবৈধ স্তূপকৃত সেগুন কাঠগুলি আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জব্দ করে আমাদের কাছে হস্থান্তর করেছে।

Related Articles

Back to top button