Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

আর পিছিয়ে নয়, পাহাড়ে শিক্ষার হার বৃদ্ধিতে তৎপর প্রশাসন : জেলা প্রশাসক সহিদুজ্জামান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
সমতলের তুলনায় খাগড়াছড়িতে শিক্ষার হার এখনো অর্ধেক। পিছিয়ে না থেকে জেলায় শিক্ষার হার বাড়াতে কাজ করে যাচ্ছে প্রশাসন। দূর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারীরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেজন্য সকলকে এগিয়ে আসতে হবে।

 

খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার উন্নয়নে এগিয়ে এসে চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের জন্য এক একর জায়গা দান করেন। সেখানে ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে সুধী সমাবেশে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এ কথা বলেন।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার,প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,আধুনিক জেলা সদর হাসপাতাল’র সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা,মেরুং ইউপি’র চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি,স্থানীয় মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় এলাকার শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপরকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন অতিথিগন।

Related Articles

Back to top button