আপিলের পর প্রার্থীতা ফিরে পেলেন জ্ঞান রঞ্জন ত্রিপুরা সহ আরও তিন প্রার্থী
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে আপিলের পর প্রার্থীতা(মনোনয়ন) ফিরে পেয়েছেন চেয়ারম্যান পদ-প্রার্থী জ্ঞান রঞ্জন ত্রিপুরা ও দীঘিনালা উপজেলা থেকে ১জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন ভাইস চেয়ারম্যান প্রার্থী।
আপিলের ২ জন চেয়ারম্যান পদে ২জন ও ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
সোমবার (২৯এপ্রিল) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের আপিল শুনানীতে সম্পুরক হলফনামায় ঋণমুক্ত দাখিল সাপেক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদপ্রার্থী জ্ঞান রঞ্জন ত্রিপুরার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এছাড়াও দীঘিনালা উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেয়েছেন দীঘিনালা উপজেলার পদ-প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা,দীঘিনালা উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মজিবর ফরাজি ও সুসময় চাকমা প্রার্থীতা ফিরে পেয়েছেন।
অন্যদিকে প্রার্থীতা ফিরে পায়নি, পানছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী শান্তি জীবন চাকমা হলফনামায় অসম্পূর্ণ তথ্য প্রদান এবং ফেরারী আসামী হওয়ায় মনোনয়ন বাতিল বলে ঘোষনা করা হয়। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্চয় চাকমা হলফনামায় অসম্পূর্ণ তথ্য প্রদান এবং ফেরারী আসামী হওয়ায় প্রার্থীতা বাতিল ঘোষনা করার বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ।
এর আগে গত মঙ্গলবার(২৩এপ্রিল) দুপুরের দিকে জেলা প্রশাসকরের কার্যালয়ে এ মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর তিন উপজেলা থেকে ৩০জন বৈধ প্রার্থী এবং অসম্পূর্ণ,তথ্যগোপন করায় ও বিভিন্ন মামলার আসামী হওয়ায় ৬প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন খাগড়াছড়ি জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ।
এবারের দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে তফসিল অনুযায়ী, ২ মে প্রতীক বরাদ্ধ ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১মে ২০২৪ ।