Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী “ বই পাঠ উৎসব ” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে বই পাঠ উৎসব উদ্বোধন করা হয়েছে।

 

১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এ বই পাঠ উৎসব এর শুভ করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন,বই পাঠের চর্চাটা সব সময় আমাদের মধ্যে লালন করতে হবে। নিজেদেরকে বইয়ের মধ্যে নিমঘ্ন করার আহবান জানান। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বই পড়ার উপকারিতা বিষয়ে নানান ধরনের উপদেশ ও অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।

 

এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা কর্মকর্তা আজিম উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন ।

Related Articles

Back to top button