আন্তঃ পাড়া ফুটবল প্রতিযোগীতায় দুলাচান পাড়া চ্যাম্পিয়ন কুংহ্লা পাড়া রানার্স আপ
স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
বান্দরবানে থানচি রুমা দুই উপজেলার সীমান্তের ৩০ গ্রামের বাসিন্দাদের বিগত ৩০ বছর ধরে সেনা বাহিনীর সুরক্ষা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, ৩০ গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থা, সন্ত্রাসী কার্যকলাপের নিরুৎসাহী করণ,শিশু কিশোরদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা,স্বাস্থ্য সেবা, ঐতিহ্যবাহী সাংস্কৃতি সুরক্ষা,যুবাদের খেলাধুলা,বিনোধন সহ শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মাস ব্যাপী আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগীতা ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
৩১ জানুয়ারী ২০২৫, শুক্রবার সকাল ১০ টা দুলাচান পাড়া মাঠে আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সেনা রিজিয়নের ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাইপাড়া সাবজোন এর আয়োজনে ফাইনাল খেলায় দুলাচরণ পাড়া একাদশ ০১ গোলে চ্যাম্পিয়ন ও কুংহ্লা পাড়া একাদশ ০ গোলের রানার আপ হয়। ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার ও রানারআপ দলকে নগদ ৫ হাজার মোট ১৫ হাজার টাকার মূল্য মানের প্রাইজমানি প্রদান করা হয়।
প্রতিযোগীতা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় পুরুস্কৃত হন।
সমাপনী দিনে বাকলাই পাড়া সাব জোনের অধিনায়ক মেজর মেজর সাদী, ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মইন,ল্যাপ্টেন্যাল মামুন সহ কর্মরত সামরিক কর্মকর্তাগণ সহ এলাকার ক্রীড়ামোদি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক ও ফুটবল প্রেমীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ০৫ জানুয়ারি ২০২৫ হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাইপাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।