Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

আনন্দ উৎসবে পানছড়িতে বাংলা নববর্ষ উৎযাপন ও সাঁওতাল সম্প্রদায়ের পাতাবাহাকে বরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
পাহাড়ে নববর্ষকে ঘিরে সপ্তাহ জুরে নানা আয়োজনের উৎসবে মেতে উঠেছে পাহাড় বাসী । বাঙ্গালী পাহাড়ীদের এই আয়োজন যেন সম্প্রিতীর মিলন মেলা। নতুন বছরকে স্বাগত জানাতে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা সহ প্রশাসনিক কর্মকর্তা গন , মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সমুহের শিক্ষক ও ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

অপরদিকে, কানুনগো পাড়ার সাঁওতাল পল্লীতে নিজস্ব ঐতিহ্য আর বাহারি পোষাকে র‌্যালি ও শোভা যাত্রায় নেচে গেয়ে আনন্দ উৎসবে বরণ করে নেয় পাতা বাহাকে। চেঙ্গী নদীর বালুর স্তুপে কলা পাতায় নানা রংগের ফুল সাজিয়ে গঙ্গা দেবীর পুজা করে সাঁওতাল জনগোষ্টী। সাঁওতাল সর্দার মিলন জানায়, আগামী তিন দিন সাঁওতাল ঐতিহ্যবাহী তীর ধনুক নিক্ষেপ ও নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

Related Articles

Back to top button