Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০ টন পেঁয়াজের আগমন

আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

 

১২ জুন ২০২৩ সোমবার বিকেলে পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দরে এসে পৌঁছায়। প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য ২৫০ মার্কিন ডলার। আগামীকাল মঙ্গলবার (১৩ জুন ২০২৩) সকালে পেঁয়াজগুলো বন্দর থেকে খালাস করবে আমদানিকারক প্রতিষ্ঠান। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল আমদানিকৃত পেঁয়াজের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে।

 

আখাউড়া স্থল বন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় গত ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।  বিডিএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে একটি ট্রাকে করে ১০ টন পেঁয়াজ এসেছে। ধাপে ধাপে এলসির বাকি পেঁয়াজ বন্দরে এসে পৌঁছাবে। আমদানি পণ্য থেকে কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল পাবে বলে জানান ।

এ দিকে, পেঁয়াজ আমদানির মাধ্যমে প্রায় ৩ মাস ধরে বন্ধ থাকা আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি বাণিজ্য আবারও সচল হলো। সর্বশেষ গত মার্চের প্রথম সপ্তাহে ভারত থেকে ৩৮ টন ভাঙা পাথর আমদানি হয়েছিল বন্দর দিয়ে।

Related Articles

Back to top button