Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

আখাউড়ায় দুই ওষুধ ব‍্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও ওষুধের গায়ের মূল্য পরিবর্তন করায় তাদের এ জরিমানা করা হয়েছে।

 

জানা যায়, ৩০ জুই ২০২৩ রোববার বিকেলে পৌর শহরের সড়ক বাজার এলাকায় আলী ফার্মেসী ও এম রহমান মেডেসিন কর্ণারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় দোকানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও ওষুধের গায়ের মূল্য পরিবর্তন করায় এই দুই দোকানকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এ সময় থানা পুলিশ সার্বিক ভাবে সহযোগিতা করে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা জানান, ১৯৪০ ড্রাগ এক্ট্র আইনে দুই ওষুধ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button