Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

আখাউড়ায় অটো রিকশার চাপায় পথচারী নিহত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারী চালিত অটো রিকশার চাপায় আবুনী বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে।

৩ অক্টোবর ২০২২ সোমবার বিকালে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের পৌর শহরের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুনি বেগম নারায়ণপুর এলাকার আজিজ মিয়ার স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকায় বলে জানা যায়।
আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খান জানান, ওই নারী বাড়ি থেকে বের হয়ে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা পিছন দিক থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button