Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

অসুস্থ্য আবুল হোসেনের পাশে এক টাকার মানবিক পরিবার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বন্ধুদের সাথে মানুষের পাশে সর্বদা আমরা সকলের তরে এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ির দমদম গ্রামের অসহায় আবুল হোসেনের পাশে দাড়ালো ১ টাকার মানবিক পরিবার পানছড়ি ইউনিট।

 

 

৬ সেপ্টেম্বর ২০২৫ , শনিবার বিকালে দমদম এলাকার অসুস্থ আবুল হোসেনের বাড়িতে যান এক টাকার মানবিক পরিবার পানছড়ি ইউনিট।

 

অসুস্থ আবুল হোসেন জানান,গত (২৪ জুন ২০২৪) সালে গাছের গাড়ি উল্টে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায় ও কোমড়ের হাড় নড়ে যায়। তখন থেকেই আয় উপার্জন ছাড়া জীবন পাড় করছেন। তার ছোট্ট দুইটা ছেলে সন্তান নিয়ে বহু কষ্টে দিনানিপাত করছেন।

 

এক টাকার মানবিক পরিবার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাকিব খানের উপস্থিতে অসুস্থ আবুল হোসেনকে আয়ের পথ সুগম করতে একটি মুদি দোকানের মালামাল সহ নগদ অর্থ প্রদান করেন।

 

অন্যানদের মধ্যে ০১ টাকার মানবিক পরিবারের সাধারণ সম্পাদক মোঃ এয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল, নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য মোঃ শাহীন আলম সহ পানছড়ি ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button