Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

অবরোধে সাজেকে আটকে পড়া ১৪ শ পর্যটক সেনা সহায়তায় ঘরে ফিরছে

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে গত ২১-২৩ সেপ্টেম্বর পার্বত্যাঞ্চলে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের ফলে বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় প্রায় ১৪শ পর্যটক আটকা পরে। ২৪ সেপ্টেম্বর যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় খাগড়াছড়ি ফিরতে সক্ষম হয় পর্যটকেরা।

 

অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে ২১ সেপ্টেম্বর থেকে বাঘাইহাট – সাজেক জোনের বিভিন্ন স্থানে সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি, আড়াআড়িভাবে ট্রাক রেখে এবং টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে।

 

২০ সেপ্টেম্বর রাতে শুকনাছড়া ও উলুছড়া এলাকায় ছোট দুটি কালভার্টের লোহার পাটাতন দুর্বৃত্তরা সরিয়ে নিয়ে যায়, ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।  সেনাবাহিনীর প্রচেষ্টায় ও স্থানীয়দের সহায়তায় (২৩ -২৪ সেপ্টেম্বর ২০২৪) সোমবার রাতে ও মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানের বাঁধা অপসারণ করে সড়ক চলাচল উপযোগী করে।এ ছাড়াও বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রিসোর্ট মালিক সমিতির সম্মতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়।

 

২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে রাস্তার সকল বাঁধা অপসারণের পর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর এসকর্ট সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এদিন ১ হাজার ৪’শ জন পর্যটক ২’শ ৪৪টি লোকাল যানবাহন (১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি) যোগে সেনা বাহিনী ও পুলিশ এসকর্ট সহায়তায় সাজেক থেকে পর্যটকেরা খাগড়াছড়ি জেলা সদরে ফিরে আসে।

 

ট্যুরিস্ট পুলিশ,অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল জানান, পার্বত্যাঞ্চলের সাজেক পর্যটনে আটক পরা পর্যটকদের সেনাবাহিনীর বেষ্ঠনীতে নিরাপদে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে। এখান থেকে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন।

Related Articles

Back to top button