অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে ১৯ দিনে আটক মোট ১০২

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে খাগড়াছড়ি জেলার ৯টি থানায় অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি থানায় একজন ও মাটিরাঙ্গা থানায় একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ১৯ দিনে গ্রেফতার হয়েছে ১০২ জন।
গ্রেফতারকৃতরা হলেন, ৫নং ভাইবোনছড়া ইউপি আওয়ামীলীগের সদস্য মো. বেলাল হোসেন (৬৭) ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আমির হোসেন (৪৮)।খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গত ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। খাগড়াছড়িতে গত ১৯ দিনে ১০২ জনকে গ্রেফতার সহ দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি দিঘীনালা থানা একটি দেশীয় তৈরী শুটার গান ও একটি লাল কার্তুজ উদ্ধার করে। একই দিনে মহালছড়ি থানায় একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।