অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় খাগড়াছড়ি পানখাইয়াপাড়া সড়কে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোর মধ্যেই একটি হলো খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়ক। সাম্প্রতিক সময়ে সড়কের একাংশে পৌরসভার উদ্যোগে ড্রেন পুনঃনির্মাণ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে। খাগড়াছড়ি পৌরসভার অপরিকল্পিত এ ড্রেন সংযোগ জনিত কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।
চাইব্লাউ পাড়া ও নয়নপুর সংলগ্ন ছড়ার সঙ্গে সংযোগের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাবে ড্রেনটি সঠিকভাবে স্লোভ না হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ছড়ার পানি উল্টোভাবে সড়কে উঠে আসে যার কারণে পুরো সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে এই এলাকায় স্থায়ী ভোগান্তিতে পরিণত হয়েছে।
বৃষ্টি ফলে ব্যবসা-বাণিজ্য, পথচারী চলাচল, শিক্ষার্থী যাতায়াত, ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। অধিকাংশ দোকানপাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। পানি নেমে যাওয়ার পর রাস্তার উপর পলিমাটি জমে থাকে, এতে সারা রাস্তায় কাদা সৃষ্টি হয়, কাদা রোদে শুকিয়ে ধুলোর সৃষ্টি হয়। পানি ও কাদা জমে থাকার কারনে মসৃণ সড়কের বেহাল অবস্থা হয়। দির্ঘদিনের এই সমস্যাটি সমাধান না হওয়ায় নাগরিক জীবনে স্থায়ী ভোগান্তির পাশাপাশি পৌরসভার ভাবমূর্তি ক্ষুন্ন হহচ্ছে।
পানখাইয়াপাড়া সড়কের ড্রেন সংযোগ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক পর্যালোচনা করে পরিকল্পিতভাবে ছড়ার সঙ্গে সঠিক স্নোভিং নিশ্চিত করা, প্রয়োজনে পুনঃনির্মাণ ও বিকল্প ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।