Breakingপার্বত্য অঞ্চলবান্দরবান

অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের শুক্রবারের অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত তিন ম্রো জনগৌষ্ঠি পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।

 

২৯ জুন ২০২৫,রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সাল নতুন ঘর নির্মানের অনুসাঙ্গিক মালামাল ও খাদ্যশষ্য ও অর্থ তুলে দেন।

 

গত শুক্রবার দুপুরের  সৌলার প্যানেল বেটারী বিস্ফোরনের  এক ভয়াবহ অগ্নিকান্ডের থানচি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দনরয় ম্রো পাড়া  রেংরুম ম্রো ৪৫, মাংলে ম্রো ৪৪, ও ক্রংতোয়া ম্রো ৫০,  ৩ টি বসত ঘর( মাচাং ঘর) পুরে সম্পুর্ন ভস্মিভুত হয়। অগ্নিকান্ডে ঘরের থাকার ধান,চাল,কাপর -চোপর, ভোটার আইডি কার্ড,জন্ম নিবন্ধন, ছেলে মেয়েদের বই,খাতা,কলম সহ সম্পুর্ন পুরে ছাই হয়ে যায়।

 

থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে অভিহিত করেন এবং গণ মধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করেন।

 

দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে অর্থায়নের ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে  ২ বান করে ঢেউ টিন,৩০ কেজি চাউল, ও ৬ হাজার টাকা চেক বিতরণ করা হয়।

 

এ সময় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  মসফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button