৫১ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জামতলা এলাকা থেকে ৫১ দেশীয় চোলাই মদ সহ ২ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর ২০২৩ রবিবার বিকালে এসআই সুমন কান্তি দে, সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্সদের বিশেষ অভিযানে উপজেলার জামতলা মদিনা বিরানী হাউজের সামনে থেকে সিএনজি যোগে ০২জণে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ নিয়ে যাওয়রে সময় ডানপ্রু মারমা রেশমী (২৭) ও মো. মোক্তার হোসেন (২৫) কে সিএনজি সহ আটক করা হয়।
মদ পাচারকারী ডানুপ্রু মারমা রেশমি (২৭) গুইমারা উপজেলার গড়িয়াছড়ি গ্রামের আথাঅং মারমার কন্যা এবং মো.মোক্তার হোসেন (২৫) মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া এলাকার আবদুল সাত্তারের পুত্র।
থানা অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম জানান,থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে আটককৃত আসামীগণের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের খাগড়াছড়ি কোর্ট হাজতে পাঠানো হবে।