Breakingঅপরাধপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়িতেে আঞ্চলিক আধিপত্য বিস্তারে নিহত ২

অস্ত্র উদ্ধার

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজাতীয় আঞ্চলিক দুই গ্রুপের আধিপত্য বিস্তারে ২ জন নিহত ও ১ জন এলাকাবাসি আহত হয়েছে ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার দুই কিলোমিটার নামক স্থানে উপজাতীয় দুই আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারের লক্ষ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে জেএসএস (সন্তু) গ্রুপের কালেক্টর মনি ময় চাকমা (৩৬) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের কমান্ডার জানন চাকমা (৩৫) নিহত হয়েছে।

অপরদিকে দোকানে অবস্থানরত স্থানীয় ৪ কিঃমিঃ এলাকার বাঙালি পাড়ার মনছুর আলীর ছেলে মনু মিয়া (৩৭) বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত ব্যক্তিকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকৎসক ডাক্তার মাহাবুব আলম।

স্থানীয় সুত্র জানায়, উপজাতীয় আঞ্চলিক সংগঠন সন্তু লারমা সমর্থিত জেএসএস ও ইউপিডিএফ (গণতান্ত্রিক )এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করলেও পুরো এলাকা আতংকে থমথমে অবস্থা বিরাজ করছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এতে বেশ কয়েকজন হতাহতের খবর শোনা গেলেও সঠিক তথ্য এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের লাশ সহ অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে ।

Related Articles

Back to top button