Breakingরাঙ্গামাটিরাজনীতিসারাদেশ

হেলিকপ্টারে বাঘাইছড়ির দুর্গম ৬ টি ভোট কেন্দ্রে মালামাল পৌছালো

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঘাইছড়ি রাঙ্গামাটি  :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৯ টি ভোট কেন্দ্রের মধ্যে দূরবর্তী দুর্গম ৬টি ভোট কেন্দ্রে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যাবহার করে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট পেপার, ভোটের মালামাল ও নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের।

 

 

৪ জানুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে সাজেক ও বাঘাইছড়ি ইউনিয়নের ১ টি ও সাজেক ইউনিয়নের ৫টিসহ দুর্গম ৬ টি ভোট কেন্দ্রে মালামাল ও কর্মকর্তাদের পাঠানোর প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। এরইমধ্যে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, মালামাল ও কর্মকর্তাদের পাঠানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

 

বাঘাইছড়িতে ৭৬ হাজার ৩৮৩ জন ভোটারের বিপরীতে এবার ভোটের মাঠে লড়ছেন আওয়ামীলীগ, তৃণমূল বিএনপি ও সাংস্কৃতিক মুক্তি জোটের ৩ জন পার্থী। আগামী ৭ জানুয়ারী উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩৯ টি ভোট কেন্দ্রের ২১৪ টি ভোট কক্ষে এক যোগে ভোট গ্রহণ চলবে। সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে পুলিশ আনসার ভিডিপি সহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Related Articles

Back to top button