হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ; আহত ১
চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী, চট্টগ্রাম :
চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট বাইপাস সড়ক মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে অপর একজন আহত গুরুতর হয়েছেন।
৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার ভোরে পাথর ও রবার বোঝাই ট্টাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে রবার বোঝাই ট্টাকের চালক আলমগীর (৩৫) ও সহযোগী রুবেল (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছে।
গুরুতর আহত হয়েছে পাথর বোঝাই ট্টাকের চালক নূর মিয়া (৪০)। তাকে গুরুতর অবস্থায় প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়।
দূর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওযে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার ও দূর্ঘটনায় কবলিত ট্টাক দুইটি আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
হাইওয়ে পুলিশের উপ- পরিদর্শক আনিসুর রহমান জানান, গভীর রাতে ট্টাক দুইটি নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা এলাকায়। নাজিরহাট হাইওয়ে পুলিশ এ ব্যাপারে মামলা দায়ের করেছে।