Breakingচট্টগ্রাম অঞ্চলজাতীয়শীর্ষ সংবাদসারাদেশ

সীতাকুণ্ডের চন্দ্রনাথে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম : সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে সনাতনী হিন্দু ধমার্বলম্বীদের পাঁচ’শ বছরের প্রাচীন শিবচতুর্দশী মেলা প্রতিবছরের ন্যায় এবারও সোমবার থেকে ২মার্চ পর্যন্ত ৩দিন ব্যাপী এ মেলা চলবে।

মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তরা বারবার বৈঠক করে মেলা প্রস্ততি সম্পন্ন করেছেন। এবার শিবচতুর্দশী তিথি শুরু হবে ২৮ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিট এবং শেষ হবে ২ মার্চ বধুবার দিবাগত রাত ২টা ৪০ মিনিট ।

জানা যায়,সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলা হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় মেলা হলেও এটি ঐতিহ্যগতভাবে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়ে থাকে প্রতিবছর। হিন্দু ধমার্বলম্বীদের মূল মেলা তিনদিন পর শেষ হলেও এই মেলা চলে দীর্ঘ এক মাস। যেখানে সীতাকুণ্ড উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় আগমন ঘটে। ইতিমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বিশ্ব ব্যাপি করোনা মহামারির কারণে এবার মেলায় থাকছে না বিশ্ব বৈদিক সম্মেলন,মহোৎসব ও আলোচনা সভা। তবে স্নান,তর্পণ ও চন্দ্রনাথধামের বিভিন্ন মঠ – মন্দির দর্শন করতে পারবেন মাস্ক পরিধানে পূণার্থীরা।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, “করোনার কথা চিন্তা করে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি। লক্ষ লক্ষ পূনার্থীর মাঝে মাক্স পড়ার বিষয়ে আমাদের বেগ পেতে হতে পারে। তবে প্রতিটি মঠ- মন্দিরে, বিশেষ করে স্বয়ম্ভুনাথ মন্দির, বিরূপাক্ষ ও চন্দ্রনাথ মন্দিরে নারী—পুরুষের জন্য আলাদা সারি করে দিয়েছি,যাতে পূনার্থীরা সহজে মঠ-মন্দির দর্শন করতে পারে।”

সীতাকুণ্ড মডেল থানার ও.সি মো.আবুল কালাম আজাদ বলেন,“আইন শৃঙ্গলা বাহিনীর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও ফোর্স মেলায় নিয়োজিত থাকবে। কেউ আইনের ব্যর্থয় ঘটার চেষ্টা করলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব।

মেলার সার্বিক বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, মেলায় আগত পূনার্থীরা সামাজিত দূরত্ব বজায় রেখে ধমীর্য় আচার অনুষ্ঠান পূজা অর্চণা করতে পারবে।

Related Articles

Back to top button