Breakingঅপরাধশীর্ষ সংবাদসারাদেশ

সিংগাইরে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সিংগাইর ,মানিকগঞ্জ : জেলার সিংগাইরে ভাড়া বাসা দেখানোর কথা বলে ২১ বছর বয়সী নারীকে সঙ্গবদ্ধ ধর্ষনের মামলার পলাতক আসামী মোঃ আনিছ (৪০) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। উল্লেখ্য ঘটনার দিনই অভিযান চালিয়ে মনির হোসেন নামে এক আসামীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে আনিছকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিছ উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার জন্মস্থান বরিশালের ভোলা জেলায়। ধল্লা বাজারে তার বাবা আল-মদিনা শাহী চটপটি নামের একটি দোকান রয়েছেন।

পুলিশ আরো জানায় , মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোঃ আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ ডিএমপির সহায়তা ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড হতে আনিছকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ঘটনার পর থেকেই আসামীদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।। আনিছকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আনিছকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামীকেও দ্রুত গ্রেফতারের করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া মোঃ আনিছ, মনির ও পলাতক আসামি ফুলচাঁন ভাড়া বাসা দেখানোর কথা বলে ৯ সেপ্টেম্বর ২০২২ রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামে বিল্লালের নির্মাণাধীন বাড়িতে নিয়ে ওই নারীকে জোরপূর্বক সঙ্গবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ১০সেপ্টেম্বর একই উপেজলার জয়মন্টপ ইউনিয়নের ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ১নং আসামী মনির (৩২) কে ওইদিনই গ্রেফতার করে। অপর দুই আসামী আনিছ ও ফুলচান (৩৫) গাঁ ঢাকা দেয়। পরে পুলিশের জালে ধরা পড়ে আনিছ।

Related Articles

Back to top button