Breakingচট্টগ্রাম অঞ্চলজাতীয়সারাদেশ

সাতকানিয়ায় অবৈধভাবে দখলে রাখা সরকারি সম্পত্তি উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া , চট্টগ্রাম  :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

 

১৫ অক্টোবর ২০২৩ রবিবার বিকালে উপজেলার জনার কেঁওচিয়া মাদারবাড়ি রাস্তার মাথা এলাকায় ৩ শতক সরকারি খাস খতিয়ান ভূক্ত জমি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে কতিপয় স্থানীয় একব্যক্তি প্রভাব খাটিয়ে নিজের দখল করে রেখে ছিল সরকারি সম্পত্তির জায়গাটি । উদ্ধার হওয়া জায়গার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

জানা যায়, সরকারি সম্পত্তি অবৈধ ভাবে অন্যের দখলে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে সহকারি কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে রোববার বিকালে জনার কেঁওচিয়া মাদারবাড়ি রাস্তার মাথা এলাকায় সরেজমিনে পরিদর্শন করে উক্ত ভূমি পরিমাপ করে সরকারি সম্পত্তি দখলে নেন। পরে ওই জমির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক চট্টগ্রাম একটি সাইন বোর্ড লাগিয়ে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, জনার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকায় প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সরকারি জায়গা অবৈধভাবে দখলে রাখার বিষয়ে আমাদের নজরে আসে। রোববার বিকালে অভিযান চালিয়ে উক্ত সরকারি জায়গা উদ্ধার করা হয়।

Related Articles

Back to top button