Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাশীর্ষ সংবাদসারাদেশ

সন্দ্বীপে ঝোঁপের মধ্যে মিললো নবজাতক

চেঙ্গী দর্পন প্রতিবেদক,সন্দ্বীপ , চট্টগ্রাম : সন্দ্বীপে রাস্তার পাশ থেকে এক নবজাতক কন্যা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুছাপুর বদিউজ্জামান হাই স্কুলের পাশে দেলোয়ার খাঁ সড়কের পাশে শিম গাছের ঝোঁপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতেই বাচ্চাটি জন্ম নিয়েছে বলে ধারণা করা হয়। তবে নবজাতককের বাবা-মায়ের পরিচয় এখনো পাওয়া যায়নি।
উদ্ধারের পর স্থানীয় লোকজন নবজাতকটিকে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেছেন।

স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার আকবর হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে এক ব্যক্তি এই বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে আসেন। তার চিকিৎসা চলছে। এখন সে সুস্থ আছে। মুখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

সন্দ্বীপ থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বশির আহমেদ খান বলেন, এই বিষয়ে আমি অবগত আছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য অনেক দম্পতি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা জানান, হাসপাতালে বাচ্চাটির দায়িত্ব নেওয়ার জন্য অনেকে এসেছে আমরা যাচাই বাঁচাই করে দেখবো এদের মধ্যে কার সক্ষমতা আছে এরপর এদের মধ্যে একজনের কাছে বাচ্চাটি হস্তান্তর করবো।

Related Articles

Back to top button